widget

Monday, April 27, 2015

পপি



পপি বাংলাদেশের একজন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী ও মডেল। তিনি ১৯৯৬ - ৯৭ মৌসুমে ‘কুলি’ ছবিতে অভিনয়ের মধ্যদিয়ে চলচ্চিত্রে আবির্ভূত হন। এ পর্যন্ত তিনি তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন।
প্রায় ১৬ বছর থেকে পপি চলচ্চিত্র অঙ্গনে বিচরণ করে প্রায় দেড়শতটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। এই সুদীর্ঘ সময়ের মাঝে চলচ্চিত্রে নায়িকা হিসেবে এসেছেন পপি, পূর্ণিমা, মুনমুন, সাহারা, শাহনূর, কেয়া, রত্না, অপু বিশ্বাস, রেসী, বিন্দু, মীম, শখ সহ আরও অনেকে। এদের মধ্যে এখনও আকর্ষণীয় এবং দর্শক গ্রহণযোগ্যতায় সর্বাধিক জনপ্রিয় নায়িকা হিসেবে রয়েছেন পপি। বড়পর্দায় উপস্থিতি ছাড়াও পপির রয়েছে ছোটপর্দা ও বিভিন্ন স্টেজ-শো তে বাড়তি সাড়া।
পপির সময়ের বা তার পরের সময়ের অন্য নায়িকারা যেখানে বিয়ে করে সংসারী হয়েছেন অথবা চলচ্চিত্র থেকে বিদায় হয়েছেন; পপি সেখানে হাতেগোনা দু’-একটি করে ছবির মধ্যেই পড়ে আছেন। তবু চলচ্চিত্রের মধ্যেই আছেন।
কর্ম জীবনঃ
১৯৯৬ সালে সোহানুর রহমান সোহানের পরিচালনায় ‘আমার ঘর আমার বেহেশত’ ছবিতে প্রথম অভিনয় করেছেন পপি। ছবিতে তার বিপরীতে অভিনয়ে ছিলেন শাকিল খান। যদিও এ ছবিটি মুক্তির আগেই মনতাজুর রহমান আকবরের পরিচালনায় ‘কুলি’ ছবিতে অভিনয় করেন পপি। ১৯৯৭ সালে ছবিটি মুক্তি পায়। এতে পপির বিপরীতে অভিনয় করেছেন ওমর সানী।  সে সময় মান্নার সঙ্গে মনতাজুর রহমান আকবরের পরিচালনায় ‘কে আমার বাবা’ ছবিতে অভিনয় করেন পপি। পরবর্তীতে মান্নার প্রযোজনায় ‘লাল বাদশা’ ছবিতে অভিনয় করে জনপ্রিয়তার তুঙ্গে চলে যান তিনি। এরপর শুরু হয় তার একের পর এক ছবিতে অভিনয়। শাকিল খান, ওমর সানী ও মান্না ছাড়াও পপি এযাবৎ রিয়াজ, ফেরদৌস, বাপ্পারাজ, আমিন খান, শাকিব খান এবং ইমনের বিপরীতে অভিনয় করেছেন। ফেরদৌসের সঙ্গে ‘কারাগার’ ছবিতে অভিনয় করে তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। এছাড়াও, টেলিভিশনের বিশেষ দিবসের নাটকেও অভিনয় করছেন পপি। একই সঙ্গে নাটক প্রযোজনায়ও নেমেছেন তিনি।

পপির অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলোঃ
সাল
ছবির নাম
ভূমিকা
পরিচালক
সহশিল্পী
মন্তব্য
১৯৯৬
আমার ঘর আমার বেহেশত
-
সোহানুর রহমান সোহান
শাকিল খান
পপি অভিনীত প্রথম ছবি
১৯৯৭
কুলি
পপি
মনতাজুর রহমান আকবর
অমর সানি
পপির প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র
১৯৯৮
বিদ্রহী চারিদিকে
নুরি
মহাম্মদ হান্নান
রিয়াজ
-
২০০২
ক্ষেপা বাসু
-
কমল সরকার
রিয়াজ
-
২০০২
ওদের ধর
রিয়া
বাবুল রেজা
রিয়াজ
-
২০০৩
কারাগার
-
কালাম কায়সার
ফেরদৌস
বিজয়ী শ্রেষ্ঠ অভিনেত্রী জাতীয় চলচ্চিত্র পুরস্কার
২০০৫
বিষাক্ত চোখ: The Blue Eye
-
মাসুদ পারভেজ রুবেল
রিয়াজ ও রুবেল
-
২০০৫
প্রেম করেছি বেশ করেছি
উজালা
বাদল খন্দকার
রিয়াজ ও চাঙ্কি পান্ডে
-
২০০৬
বিদ্রোহী পদ্মা
সুধা
বাদল খন্দকার
রিয়াজ
স্যাটেলাইট টিভি চ্যানেল এনটিভির প্রথম প্রযোজিত ছবি।
২০০৮
মেঘের কোলে রোদ
রোদেলা
নারগিস আক্তার
রিয়াজ ও টনি ডায়েস
বিজয়ী শ্রেষ্ঠ অভিনেত্রী জাতীয় চলচ্‌চিত্র পুরস্কার
২০০৮
কি যাদু করিলা
ঝিনুক
চন্দন চৌধুরি
রিয়াজ ও মীর সাব্বির
-
২০০৯
গঙ্গাযাত্রা
সুধা
ওয়াহিদুজ্জামান ডায়মন্ড
ফেরদৌস
বিজয়ীশ্রেষ্ঠ অভিনেত্রী জাতীয় চলচ্‌চিত্র পুরস্কার
২০১২
মন খুঁজে বন্ধন
-
মিঠু
-
-
২০১৩
চাইলাম যারে পাইলাম তারে
-
দেবাশীস বিশ্বাস
-
-
২০১২
গার্মেন্টস কন্যা
-
-
-
-
২০১২
পদ্মাপাড়ের পার্বতী
রফিক সিকদার
মুক্তির অপেক্ষায়
২০১২
পৌষ মাসের পীরিত
-
-
-
মুক্তির অপেক্ষায়
২০১২
শর্টকাটে বড়লোক
-
-
-
-
২০১২
আদরের ভাই
-
-
-
-
২০১২
জীবন যন্ত্রণা
-
-
-
মুক্তির অপেক্ষায়
২০১৩
মোনালিসা
-
মনির হোসেন জীবন
নিলয়
নির্মাণাধীন রয়েছে
২০১৩
দেহ
-
সালমান হায়দার
-
-

পপির অর্জনসমূহঃ
১। জাতীয় চলচ্চিত্র পুরস্কার (শ্রেষ্ঠ অভিনেত্রী) ২০০৩ বিজয়ী–ছবিঃ ‘কারাগার’
২। জাতীয় চলচ্চিত্র পুরস্কার (শ্রেষ্ঠ অভিনেত্রী) ২০০৮ বিজয়ী –ছবিঃ ‘মেঘের কোলে রোদ’
৩। জাতীয় চলচ্চিত্র পুরস্কার (শ্রেষ্ঠ অভিনেত্রী) ২০০৯ বিজয়ী –ছবিঃ ‘গঙ্গাযাত্রা’

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পপি “কুলি” ছবিটির মাধ্যমে চলচ্চিত্রে পথচলা শুরু হয়। আসুন দেখে নেই পপির সেই ছবিটি।https://www.youtube.com/watch?feature=player_embedded&v=P75OZX6ypZg
  • 0Blogger Comment
  • Facebook Comment

Post a Comment