দৈনন্দিন খাদ্য তালিকায় শাক সবজির গুরুত্বের কথা নতুন করে বলার নেই। মাছ- মাংসের মতো এদিকেও সমান গুরুত্ব দেওয়ার কথা অনেকের জানা। তবে সঠিক ভিটামিন এবং উপকারী দিকগুলো না জানার ফলে অবশ্য অনেকেই শাক সবজি থেকে মুখ ফিরিয়ে রাখেন। এসব গুণগান জানতে এখন আর বই খুলে বসতে হবে না। হাতের স্মার্টফোন ব্যবহারেই তা জানা যাবে।
এ জন্য অবশ্য আপনার ফোনটিকে অ্যান্ড্রয়েড হতে হবে আর ‘শাক সবজির গুনাগুন’ নামের অ্যাপটি নামিয়ে নিতে হবে।

অ্যাপ্লিকেশনটির ফিচারগুলো
১. অ্যাপটিতে রয়েছে চেনা জানা ১৭টি শাক সবজির উপকারীতার তথ্য।
১. অ্যাপটিতে রয়েছে চেনা জানা ১৭টি শাক সবজির উপকারীতার তথ্য।
২. এতে রয়েছে শেয়ার ফিচার। তাই চাইলে বন্ধুদের সঙ্গে শেয়ারও করা যাবে।
৩. অ্যাপটি সম্পূণ অফলাইনে কাজ করবে। তাই একবার ডাউনলোডের পর ইন্টারনেট সংযোগ প্রয়োজন নেই।
৪. সম্পূর্ণ বাংলা ভাষায় অ্যাপ্লিকেশনটি সহজে যে কেউ ব্যবহার করতে পারবেন।
৫. প্রতিটি শাক সবজির ছবি রয়েছে অ্যাপটিতে।
অ্যাপ্লিকেশনটি বিনামূল্যে এ ঠিকানা থেকে ডাউনলোড করা যাবে।


Post a Comment