পিয়ানো বাজানো শিখুন android এবং পিসি তে
আসসালামুয়ালাইকুম। আসা করি সবাই ভাল আছেন ।আজকে আমি আপনাদের কাছে পিয়ানো শেখার জন্য জন্য দুটি সফটওয়্যার নিয়ে হাজির হয়েছি । একটি পিসির জন্য আরেকটি এন্ড্রওয়েড এর জন্য । যদিও পিসির জন্য সফটওয়্যার টি দিয়ে কিভাবে বাজানো শিখবেন সেটা দেখাব না । এটা নিজে শিখবেন । android এর জন্য অ্যাপ টিতে ১০০% নির্দেশনা সহ দেয়া আছে ।
তাই শেখার জন্য এই অ্যাপ টি দারুন কার্যকরী । আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে এই অ্যাপ দিয়ে পিয়ানো বাযানো শিখবেন ।
আপনারা ভাবছেন একটি অ্যাপ দিয়ে কিভাবে পিয়ানো বাজানো শেখা যায় । পিয়ানো বাজাতে তাহলে সবার এত সময় লাগে কেন? আপনি ঠিক ই ভেবেছেন । পিয়ানো বাজানো আপনি হয়তোবা আপনি শিখবেন না কিন্তু আপনি যে শুর চান সেই সুর বাজানো শিখবেন । এটা আপনাকে নির্দেশনা দেবে কিভাবে কোন সুর বাজাবেন । নিচের ফটো গুলা দেখলে বুঝতে বারবেন এটা কিভাবে কাজ করে
আপনারা ভাবছেন একটি অ্যাপ দিয়ে কিভাবে পিয়ানো বাজানো শেখা যায় । পিয়ানো বাজাতে তাহলে সবার এত সময় লাগে কেন? আপনি ঠিক ই ভেবেছেন । পিয়ানো বাজানো আপনি হয়তোবা আপনি শিখবেন না কিন্তু আপনি যে শুর চান সেই সুর বাজানো শিখবেন । এটা আপনাকে নির্দেশনা দেবে কিভাবে কোন সুর বাজাবেন । নিচের ফটো গুলা দেখলে বুঝতে বারবেন এটা কিভাবে কাজ করে
প্রথমে আপনাকে মিউসিক সিলেকট করতে হবে । কাজ সেস । এই অ্যাপ টী দেখাবে এটী আপনি কিভাবে বাজাবেন
এই অ্যাপ টিতে অনেক মিউজিক দেয়া আছে । তাছারাও আপনারা যে কোন গানের মিডি ফাইল .mid অথবা কার ফাইল .kar ফরমেট এর ফাইল নেট থেকে ডাউনলোড করে সেই সুর এই অ্যাপ এর সাহায্যে বাজানো শিখতে পারবেন । বাকিটা আপনারা নিজে শিখতে পারবেন ।
ডাউনলোড করুন
size : 2mb
12mb
(উপরের ফটোগুলা এন্ড্রোয়েড এর , পিসির সাথে মিলবে না )
সময়ের অভাবে ভালভাবে লেখাটা উপস্থাপন করতে পারিনি , ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন
ডাউনলোড করার নিয়ম





Post a Comment