স্মার্টফোনের বাজারে অ্যাপলের আইওএস ও গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত ফোন-এর মধ্যে কোনটি সেরা, তা নিয়ে ব্যাপক প্রতিযোগিতা চলছে। কিন্তু আইফোন ও অ্যান্ড্রয়েড উভয়েরই পক্ষ-বিপক্ষ রয়েছে। এ লেখায় রয়েছে আইফোন পছন্দ করার নয়টি কারণ। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার।
১. আইফোনের সেরা অ্যাপ
আইফোনের বাজার শেয়ার কম হলেও ডেভেলপাররা এজন্য সেরা অ্যাপটি বানাতে কোনো দ্বীধা করেন না।
আইফোনের বাজার শেয়ার কম হলেও ডেভেলপাররা এজন্য সেরা অ্যাপটি বানাতে কোনো দ্বীধা করেন না।
২. দৃষ্টিনন্দন ডিজাইন
অ্যাপলের ডিজাইন টিমকে এক্ষেত্রে বিশ্বসেরা বলা যায়। তারা দীর্ঘদিন সময় নিয়ে বহু গবেষণার পর আইফোনের এক একটি মডেল বের করে। আইফোনের ডিজাইনকে অন্য নির্মাতারা বরাবরই নকল করার চেষ্টা করে।
অ্যাপলের ডিজাইন টিমকে এক্ষেত্রে বিশ্বসেরা বলা যায়। তারা দীর্ঘদিন সময় নিয়ে বহু গবেষণার পর আইফোনের এক একটি মডেল বের করে। আইফোনের ডিজাইনকে অন্য নির্মাতারা বরাবরই নকল করার চেষ্টা করে।
৩. অ্যাপল পে ব্যবহার
অ্যাপলের মোবাইল পেমেন্ট সিস্টেম এখনও প্রাথমিক পর্যায়ে থাকলেও তা ব্যবহারকারীদের যথেষ্ট মনোযোগ আকর্ষণ করেছে। এটি ব্যবহার সহজ আর বহু ব্যাংক কার্ড সাপোর্ট করে।
অ্যাপলের মোবাইল পেমেন্ট সিস্টেম এখনও প্রাথমিক পর্যায়ে থাকলেও তা ব্যবহারকারীদের যথেষ্ট মনোযোগ আকর্ষণ করেছে। এটি ব্যবহার সহজ আর বহু ব্যাংক কার্ড সাপোর্ট করে।
৪. অসাধারণ কাস্টমার সাপোর্ট
অ্যান্ড্রয়েড ফোনের সেবাদাতাদের চেয়ে অ্যাপলের সেবা অনেক উন্নত। স্মার্টফোনের যে কোনো সমস্যায় অ্যান্ড্রয়েড কাস্টমার কেয়ার সেন্টারের চেয়ে ব্যবহারকারীরা অ্যাপল স্টোরের সেবা সহজে পান।
অ্যান্ড্রয়েড ফোনের সেবাদাতাদের চেয়ে অ্যাপলের সেবা অনেক উন্নত। স্মার্টফোনের যে কোনো সমস্যায় অ্যান্ড্রয়েড কাস্টমার কেয়ার সেন্টারের চেয়ে ব্যবহারকারীরা অ্যাপল স্টোরের সেবা সহজে পান।
৫. স্মার্ট হোম প্ল্যাটফর্ম
আইফোনের মাধ্যমে ব্যবহার করা যাবে অ্যাপলের স্মার্ট হোম প্ল্যাটফর্ম। এর হোমকিটের মাধ্যমে বাড়ির লাইট কিংবা নানা গ্যাজেট নিয়ন্ত্রণ সহজ হবে। এ বছরের শেষে এটি চালু হতে পারে।
আইফোনের মাধ্যমে ব্যবহার করা যাবে অ্যাপলের স্মার্ট হোম প্ল্যাটফর্ম। এর হোমকিটের মাধ্যমে বাড়ির লাইট কিংবা নানা গ্যাজেট নিয়ন্ত্রণ সহজ হবে। এ বছরের শেষে এটি চালু হতে পারে।
৬. সন্তানের ব্যবহারের ওপর নিয়ন্ত্রণ
পিতামাতা ইচ্ছে করলেই আইফোন ব্যবহারকারী সন্তানের ফোনটি ব্যবহারে বিধিনিষেধ বা নজরদারি করতে পারেন। আইওএস ৮ অপারেটিং সিস্টেমে ’ফ্যামিলি শেয়ারিং’-এর মাধ্যমে এটি করা সম্ভব।
পিতামাতা ইচ্ছে করলেই আইফোন ব্যবহারকারী সন্তানের ফোনটি ব্যবহারে বিধিনিষেধ বা নজরদারি করতে পারেন। আইওএস ৮ অপারেটিং সিস্টেমে ’ফ্যামিলি শেয়ারিং’-এর মাধ্যমে এটি করা সম্ভব।
৭. অনন্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
আইফোনের সর্বশেষ ভার্সনে রয়েছে অনন্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যার মাধ্যমে ব্যবহারকারীকে চিহ্নিত করে আইফোন। স্যামসাং ও এইচটিসি এ ধরনের ফিচার আনার চেষ্টা করেছে। কিন্তু কোনো অ্যান্ড্রয়েড ফোন নির্মাতাই এ ধরনের নির্ভুল ফিচার সংযোজন করতে সক্ষম হয়নি।
আইফোনের সর্বশেষ ভার্সনে রয়েছে অনন্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যার মাধ্যমে ব্যবহারকারীকে চিহ্নিত করে আইফোন। স্যামসাং ও এইচটিসি এ ধরনের ফিচার আনার চেষ্টা করেছে। কিন্তু কোনো অ্যান্ড্রয়েড ফোন নির্মাতাই এ ধরনের নির্ভুল ফিচার সংযোজন করতে সক্ষম হয়নি।
৮. অনন্য ক্যামেরা
আইফোনের উন্নত ক্যামেরা দিয়ে সুন্দর ছবি তোলা যায়। অতি সামান্য অ্যান্ড্রয়েড ফোনেরই রয়েছে এ ধরনের ক্যামেরা।
আইফোনের উন্নত ক্যামেরা দিয়ে সুন্দর ছবি তোলা যায়। অতি সামান্য অ্যান্ড্রয়েড ফোনেরই রয়েছে এ ধরনের ক্যামেরা।
৯. আপডেটেড সফটওয়্যার
গুগল অ্যান্ড্রয়েডের নতুন ভার্সন সাধারণত বছরে একবার করে আনে। কিন্তু নতুন ভার্সনে আপডেটের সুবিধা সহজে পাওয়া যায় না। পুরনো ফোনগুলো পুরনো অপারেটিং সিস্টেমেই চলে। অ্যাপলের বিষয়টি আলাদা। বাজারে চালু আইফোনগুলো সর্বশেষ ভার্সনে আপডেট করা যায়।
গুগল অ্যান্ড্রয়েডের নতুন ভার্সন সাধারণত বছরে একবার করে আনে। কিন্তু নতুন ভার্সনে আপডেটের সুবিধা সহজে পাওয়া যায় না। পুরনো ফোনগুলো পুরনো অপারেটিং সিস্টেমেই চলে। অ্যাপলের বিষয়টি আলাদা। বাজারে চালু আইফোনগুলো সর্বশেষ ভার্সনে আপডেট করা যায়।


Post a Comment