widget

Tuesday, April 14, 2015

বাংলা নববর্ষ ১৪২২ বিশ্বব্যাপী গুগলের ডুডল

বিশেষ বিশেষ দিনে বদলে যায় গুগলের লোগো। আর এবার বাংলা নববর্ষ উপলক্ষ্যেও বদলে গেছে গুগলের লোগো। যুক্ত হয়েছে একটি বিশেষ লোগো বাংলা নববর্ষ ১৪২২ যা গুগল ডুডল নামে পরিচিত।
বাংলা নববর্ষ উদযাপনে এবারই প্রথম ডুডল প্রকাশ করেছে গুগল। বিশেষ এই বাংলা নববর্ষ ১৪২২ ডুডলে ফুটিয়ে তোলা হয়েছে বাঙ্গালির শত বছরের ঐতিহ্যকে।


এর আগে স্বাধীনতা দিবস এবং মাতৃভাষা দিবসেও গুগল বিশেষ ডুডল দিয়ে সাজিয়েছিল সার্চ ইঞ্জিনটির হোমপেজ। আগের বার শুধু com.bd এ গুগলের ডুডল পরিবর্তন করলেও এবার বিশ্বব্যাপি google.com এ এই বাংলা নববর্ষ ১৪২২ ডুডল দেখানো হচ্ছে ।
  • 0Blogger Comment
  • Facebook Comment

Post a Comment