widget

Wednesday, February 18, 2015

অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহার কারীদের জন্য খুব প্রয়োজনীয় দুটি পেইড অ্যাপ সসম্পূন ফ্রী তে


পিসি হেল্পলাইন বিডি এর সম্মানিত পাঠক ও সদসবৃন্দ আসসালামু-আলাইকুম…শুভ সকাল। আজ আপনাদের সাথে শেয়ার করব স্মার্টফোনকে সুপার স্মার্ট করার খুব প্রয়োজনীয় দুটি পেইড অ্যাপস। আশাকরি আপনাদের পছন্দ হবে ও কাজেও আসবে। চলুন দেখে নেই অ্যাপস গুলো..
প্রথম অ্যাপ : SMS Blocker Clean Inbox
SMS Blocker Clean Inbox.Requires Android : 4.0 & up
মোবাইল অপারেটারের কাছ থেকে সময় ওসময়ে অসংখ্য এসএমএস আশে, প্রতিদিন কমপক্ষে ৪-৫ টা। আর এই সব স্প্যাম এসএমএস এর কারনে আমাদের চরম বিরক্ত হতে হয়। আর যাতে কখনও এই যন্ত্রণা পূহাতে না হয় আজি (এসএমএস ব্লকার ক্লিন ইনবক্স প্রিমিয়াম) অ্যাপ টি ইন্সটল করে ব্লক করে দিন বিরক্তিকর সব স্প্যাম এসএমএস। আমার ব্যাবহার করা সেরা এসএমএস ব্লকিং অ্যাপ । কারন নাম্বার ব্লকের পাশাপাশি ওয়ার্ড ভিত্তিক যে সব এসএমএস, যেমন বোনাস,টকটাইম, গভ ইনফো, ফ্রী টিউন ইত্যাদি শব্দ সিলেক্ট করে দিলে তা কোন নোটিফিকেশন ছাড়াই ব্লক করে দেয়। ফলে এই সব বিরক্তি কর এসএমএস থেকে মুক্তি মিলেছে। অ্যাপ সম্পর্কিত আরও তথ্য / ফিচার জানতে প্রয়োজনে ভিসিট :- Google Play
Clean Inbox – SMS Blocker Screenshot (1)Clean Inbox – SMS Blocker Screenshot1 (2)
Current Version : 8.0.7
————————————— >>> <<< ————————————–
দ্বিতীয় অ্যাপ : Loader Droid Pro
Downloa ProRequires Android : 2.3 & up
পিসি হোক কিংবা ফোন সবাই সুযোগ পেলে ডাউনলোড করতে চায় তবে আমাদের যা নেট স্পীড তার সম্পর্কে নতুন করে বলার কিছু নাই। তার পরও আমরা অনেকেই কষ্ট করে নানান অ্যাপস,গেইম,ফাইল,গান ইত্যাদি ডাউনলোড করি। অনেক সময় দেখা যায় ডাউনলোড হচ্ছে একটা কিছু, মাঝে কিছু ক্ষন যাওয়ার পর হঠাৎ নেট ডিস্কানেক্ট হয়ে গিয়ে ডাউনলোড টা বন্দ হয়ে যায়। যার দরূন আবার নতুন করে ডাউনলোড শুরু করতে হয়। যা অতিরিক্ত সময় ব্য।য় ও কষ্ট সাপেক্ষ। এই সব সমস্যার সমাধান হতে পারে লোডার ড্রয়েড প্রো অ্যাপ টি। আর হে অ্যাপটা প্রি-অ্যাক্টিভেটেড তাই লাইসেন্স কী প্রয়োজন নেই।
অ্যাপ সম্পর্কিত আরও তথ্য ফিচার জানতে প্রয়োজনে ভিসিট :- Google Play
Loader Droid Pro Screenshot
Current Version : 0.9.9.8
———{}{}{}———
(( অবিজ্ঞতার আলোকে বলতে পারি অ্যাপস দুটি নিঃসন্দেহে যে কারও সন্তুষ্টি অর্জন করতে পারবে  ))
…ভালো লাগলে জানাবেন…
—আল্লাহ হাফিজ—
  • 0Blogger Comment
  • Facebook Comment

Post a Comment