আসসালামুআলাইকুম, কেমন আছেন সবাই? ছেলেবেলায় গোপাল ভাঁড়ের গল্প পড়ে হাসেননি এমন মানুষ খুঁজে পাওয়া আসলেই কষ্টকর। জনপ্রিয় এ হাসির গল্পের সিরিজ এখনো শুধু বাচ্চা নয়, বড়দেরও হাসায়। প্রায় সব বয়সীর কাছে আকর্ষণীয় এটি। তবে নতুন প্রজম্নের অনেকের কাছে নামটি এখন অচেনা।
গোপাল ভাঁড়ের নানা কাণ্ড পড়ে হাসতে চাইলে অবশ্য এখন খুব বেশি কষ্ট করতে হবে না। দাদুকে তোষামোদ করা বা বই কেনার জন্য বাজার ঘুরতে হবে না। স্মার্টফোনের এ যুগে হাতের তালুতে করে এ সিরিজের বই নিয়ে ঘোরা সম্ভব। এ জন্য চাই একটি অ্যাপ ডাউনলোড। তেমনি একটি অ্যাপ্লিকেশন হলো গোপালের হাসির গল্প। অ্যাপটিতে রয়েছে গোপাল ভাঁড় সিরিজের ছয় পর্ব। প্রতিটি গল্পে রয়েছে সুন্দর ও আকর্ষণীয় ছবি। রয়েছে শেয়ার ফিচার। চাইলে বন্ধুদের সঙ্গে শেয়ারও করা যাবে। এ ছাড়া যে কোনো গল্প পড়ার জন্য রয়েছে জুম ফিচার। তবে মজার এ অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে হলে ইন্টারনেট সংযোগের প্রয়োজন হবে। এখান থেকে বিনামূল্যেঅ্যাপ্লিকেশনটি ডাউনলোড করা যাবে ক্ষুদ্র এই ব্লগটি ভিজিট করতে পারেন । আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।


Post a Comment